ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৮ ডিসেম্বর ২০২২  
গোপালগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। 

এসময় অন্যদের মধ্যে পুলিশ সুপার অয়েশা সিদ্দিকা, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভেলিয়নে বিভিন্ন দপ্তরের ৩১টি স্টল অংশ নিচ্ছ। মেলায় উদ্ভাবকদের উদ্ভাবনী উদ্যোগে ১২টি স্টার্টআপ প্রদর্শন করা হচ্ছে। এছাড়া প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল পযর্ন্ত।

বাদল সাহা/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়