ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল, তীরে ফিরছে সব ছোট জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ৯ মে ২০২২   আপডেট: ২২:৫৯, ৯ মে ২০২২
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল, তীরে ফিরছে সব ছোট জাহাজ

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী তীরে ফিরে নিরাপদ আশ্রয় নিয়েছে লাইটার জাহাজসহ বিভিন্ন ধরনের ছোট নৌযান।

চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় আসানির প্রভাবে চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্য সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে। গভীর সমুদ্রে থাকা সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, সোমবার (৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর।

চট্টগ্রাম লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গভীর সমুদ্রে থাকা সব লাইটার জাহাজকে তীরে এসে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ লাইটার জাহাজ এবং বিভিন্ন ধরনের ছোট নৌযান গভীর সমুদ্র থেকে কর্ণফুলীর তীরে অথবা পতেঙ্গা সৈকতের কাছে নোঙর করেছে।

রেজাউল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়