ডা. আকাশের আত্মহত্যার ঘটনায় স্ত্রী মিতু গ্রেপ্তার
প্রয়াত আকাশের সঙ্গে তার স্ত্রী ডা. তানজিলা হক মিতু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের (৩৩) আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী ডা. তানজিলা হক মিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল মিতুকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। এ ব্যাপারে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে।
স্ত্রীর পরকীয়ার সম্পর্কের জের ধরে বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় শরীরে ইঞ্জেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার পূর্বে তার মৃত্যুর জন্য স্ত্রী ডা. তানজিলা হক মিতুকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন। ২০০৯ সাল থেকে প্রেম করে ২০১৬ সালে বিয়ে করার পর থেকে মিতুর সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক চলে আসছিল বলে ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন আকাশ। এই পরকীয়া থেকে স্ত্রীকে ফেরাতে না পেরে আকাশ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাইজিংবিডি/চট্টগ্রাম/১ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/বকুল/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম