দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঘন কুয়াশা কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণাঞ্চলের প্রধান প্রবেশ দ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
এর আগে একই দিন সকাল ৬টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি ও অন্য নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে টানা ৫ঘণ্টা গুরুত্বপূর্ণ এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পারে যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক নদী পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান অনেক ফেরি রয়েছে। তবে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ১১টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরোও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন ফেরির অপেক্ষায় রয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এসব যানবাহন নদী পার হবে।
শামীম/ মাসুদ