ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন সাজে খালেদা জিয়া

সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৬ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন সাজে খালেদা জিয়া

খালেদা জিয়া (ছবি : রেজা পারভেজ)

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন সাজে দেখা গেল। মঙ্গলবার রাত ৮টায় খালেদা জিয়ার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুন সাক্ষাৎ করেন।

 

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনকে তাঁতের একটি বহুরঙা শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।

 

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লি জুনের সাক্ষাৎ নিয়ে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত খবর ও অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে খালেদা জিয়াকে নতুন এ সাজে দেখতে পেয়ে বিভিন্ন পাঠক রাইজিংবিডিকে ফোন করে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

 

পাঠকরা বলেন, বিএনপি চেয়ারপারসনকে সাধারণত এ ধরনের শাড়িতে দেখা যায় না। সাধারণত দামি শিফন শাড়ি পড়েই বিভিন্ন অনুষ্ঠান কিংবা বৈঠকে অংশ নেন খালেদা জিয়া। এই প্রথম তাকে শিফন শাড়ির বাইরে কোন শাড়িতে দেখা গেল। তাঁতের শাড়িতে তাকে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছিল।

 

মোস্তফা কামাল মোল্লা নামের এক পাঠক তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের দেশের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও তিনবারের সফল প্রধানমন্ত্রী। তাকে দেশীয় তাঁত শাড়িতে দেখতে পেয়ে আমি অভিভূত। তিনি এমনিতেই সুন্দর। আজ নতুন সাজের বহুরঙা এ তাঁত শাড়িতে তাকে আরো সুন্দর দেখাচ্ছিল। আমরা চাই, আমাদের নেত্রী এ ধরনের দেশীয় বস্ত্রই ব্যবহার করুন।’

 

খালেদা জিয়ার সঙ্গে লি জুনের সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমদ, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।


 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৪/সাইফুল/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়