নির্বাচন করবেন শাকিল খান
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। চলচ্চিত্র থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন তিনি। এমনকি চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানে তার দেখা মেলে না। বলা যায় চলচ্চিত্রাঙ্গন থেকেও তিনি অনেকটা দূরে। তবে আবারও এই অঙ্গনে ফেরার ঘোষণা দিয়েছেন এই চিত্রনায়ক। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে জানা গেছে।
শাকিল খান ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে নির্বাচন করবেন।
এ প্রসঙ্গে শাকিল বলেন, ‘আমি খুব খুশি হয়েছি ইলিয়াস কাঞ্চন ভাই সভাপতি হিসেবে নির্বাচন করছেন। তিনি আমাদের চলচ্চিত্রে সবার প্রিয় মানুষ, আমাদের যোগ্য অভিভাবক। আমিও নির্বাচনে আসছি।'
এবার শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। আরো দুজন সদস্য হলেন বিএইচ নিশান, জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী।
আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।
বর্তমানে ব্যবসার পাশাপাশি শাকিল খান রাজনীতি নিয়ে ব্যস্ত। যদিও পরপর দুইবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি তিনি।
ঢাকা/রাহাত সাইফুল