ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাটুরিয়ায় সব ফেরি চালুর পর আগের নিয়ম বহাল

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ১১ মে ২০২১   আপডেট: ০৪:০৫, ১১ মে ২০২১
পাটুরিয়ায় সব ফেরি চালুর পর আগের নিয়ম বহাল

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারে আগের নিয়ম বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়। 

সোমবার (১০ মে) রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিল্লুর রহমান বলেন, বিকেলের দিকে সাধারণ পণ্যবাহী ট্রাকের চাপ ছিল। এছাড়া সারাদিনে জরুরি পরিষেবার আওতায় যানবাহন পারাপারের সময় যাত্রীদের পার করা হয়েছে। এমতাবস্থায় বিকেলে দিকে সব ফেরি চালুর সিদ্ধান্ত নিলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে আগের নিয়মেই ফেরি চলবে। সন্ধ্যা ৬ থেকে ভোর ৬ পর্যন্ত সাধারন পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। এছাড়া ২৪ ঘন্টায় জরুরি পরিষেবার অন্তর্ভূক্ত লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

চন্দন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়