ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ মামলা 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:১০, ৩১ ডিসেম্বর ২০২২
পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ মামলা 

মৌচাক-মালিবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পৃথক থানায় এসব মামলা দায়ের করে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি)  হায়াতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত  করেন।

আরো পড়ুন:

তিনি রাইজিংবিডিকে বলেন, এসব মামলায় পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্তপূর্বক হামলাকারীদের আইনের আওতায় আনবে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে এই থানায় দুটি মামলা করেছেন। মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামি অজ্ঞাত। আর রামপুরা থানায় একটি মামলা হয়েছে। বাদী এসআই মারুফ হোসেন। গ্রেপ্তারকৃত চার জনসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে মামলায়। 

প্রসঙ্গত, শুক্রবার (৩০ ডিসেম্বর)  রাজধানীর মৌচাক-মালিবাগ এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়