ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৫ আগস্ট ২০২২  
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

অবিলম্বে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন এবং বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—সংগঠনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, রবিউল চৌধুরী ও নারী সম্পাদক সুইটি সুলতানা।

আমিরুল হক আমিন বলেন, ‘দেশের সবচেয়ে বড় শিল্প সেক্টর গার্মেন্টসের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৪ বছর আগে। এই ৪ বছরে দ্রব্যমূল্য, বাড়িভাড়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। কিন্তু, গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুনভাবে মজুরি নির্ধারণ করা হয়নি।’ 

তিনি এ বিষয়ে শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকাসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ