প্রধান তথ্য কর্মকর্তা হলেন শামীম চৌধুরী
শফিক || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : বিসিএস (তথ্য- সাধারণ) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রোববার বিকেলে সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শামীম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শফিক/রফিক
রাইজিংবিডি.কম