ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফসল উৎপাদনে ব্যাপক সাফল্য এসেছে: কৃষিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ২৩:০৩, ২৭ ডিসেম্বর ২০২২
ফসল উৎপাদনে ব্যাপক সাফল্য এসেছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছে কৃষিতে। স্বাধীনতার পর যেখানে ১ কোটি ১০ লাখ টন চাল উৎপাদন হতো, সেখানে এখন তা ৪ কোটি ৪ লাখ টনে উন্নীত হয়েছে। গম, ভুট্টা, শাকসবজিসহ অন্যান্য ফসল উৎপাদনে এসেছে ব্যাপক সাফল্য। এই সাফল্যের নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর কারিগর হলেন কৃষিবিদ ও কৃষকেরা।

তিনি আধুনিক জ্ঞান-প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষি গড়ে তোলার জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হয়েছে। তারপরও খাদ্য সঙ্কট হয়নি। অভ্যন্তরীণ উৎপাদন ভালো বলেই সঙ্কট দেখা দেয়নি।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য শাজাহান খান ও ইমাজ উদ্দিন প্রামাণিক, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়