ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৯, ২৮ মার্চ ২০২১  
ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর

আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য ব্যাংক একাউন্ট খোলার নির্দেশ দিয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। পার্বত্য তিন জেলা ব্যাতীত ৬১ জেলার সহকারি পরিচালকদের নামে ব্যাংক একাউন্ট খুলতে হবে।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবাসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬১ জেলার ডিডিও, ওওএসসি, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা শিরোনামে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে একটি হিসাব একাউন্ট খোলার জন্য অনুরোধ করা হলো। তবে এক্ষেত্রে হিসাব পরিচালনার জন্য দুটো বিষয় অনুসরণ করতে বলা হয়।

১. লিড ISA (বাস্তবায়ন সহায়ক সংস্থা) কতৃক ওওএসসি এডুকেশন কার্যক্রমের জন্য ব্যয়কৃত সকল পাওনা লিড ISA এর নামে অর্থাৎ চুক্তিতে উল্লিখিত শিরোনামে ব্যাংক হিসাব বরাবরে চেক ইস্যুর মাধ্যমে পরিশোধ করতে হবে।

২. লিড ISA এর ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য সহকারি পরিচালক, জেউশিব্যু কার্যালয় কতৃক সংরক্ষণ করতে হবে। সহকারি পরিচালক, জেউশিব্যু বর্ণিত তথ্যের একটি কপি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে প্রেরণের ব্যবস্থা করবেন।

ইয়ামিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়