ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনির খানের ‘কষ্ট’

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৩৩, ২৮ অক্টোবর ২০২০

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চল্লিশের অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে জমা হয়েছে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মনির খান তার ক্যারিয়ারে কষ্টের বা বিরহের গান বেশি গেয়েছেন। বিরহের এসব গান ব্যাপক জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় তিনি এবার গেছেন ‘কষ্ট’ শিরোনামের নতুন একটি গান।

আরো পড়ুন:

‘কষ্ট’ শিরোনামের গানটি সম্প্রতি এমকে মিউজিক ২৪-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানের কথা লিখেছেন মালেক জোমাদ্দার। সুর করেছেন মিল্টন খন্দকার। মিউজিক করেছেন বিনদ রায়।

বিরহ ঘরনার গান গেয়ে আকাশচুম্বি জনপ্রিয়তা পান মনির খান। তারমধ্যে অন্যতম ‘অঞ্জনা’ সিরিজের গানগুলো। অঞ্জনাকে নিয়ে এ পর্যন্ত ২৬টির মতো গান গেয়েছেন মনির খান। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে ‘অঞ্জনা ২০২০’ শিরোনামে গান প্রকাশ করেন তিনি। এই গানে অঞ্জনাকে মীরজাফর, রাজাকার, বেঈমানের সঙ্গে তুলনা করা হয়েছে। মনির খান মাঝে গান থেকে কিছুটা বিরতিতে ছিলেন। এখন আবার নিয়মিত গান করে যাচ্ছেন এই শিল্পী।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়