মাহতাব হোসেনের উপন্যাস ‘দিলরুবা’
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে গীতিকার, নাট্যকার ও গণমাধ্যমকর্মী মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘দিলরুবা’। মেলার অনিন্দ্য প্রকাশ’র ২৫ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
উপন্যাস সম্পর্কে লেখক জানান, উদীয়মান সংগীতশিল্পী দিলরুবা অল্পবয়সে এক গানের শিক্ষকের প্রেমে পড়ে যান। খ্রিস্টান ধর্মের রিচার্ডকে বিয়ে করে ঘর ছাড়ে হলিক্রস কলেজে পড়া এই ছাত্রী। ঘরে যখন ফেরে তখন রিচার্ডকে ছেড়ে দিয়ে এসেছে দিলরুবা। সঙ্গে নিয়ে এসেছে মেয়ে অনুকে। কোনো রকম একটা চাকরি জুটিয়ে নিজের পাঁয়ে দাঁড়ানোর চেষ্টা করে। গল্পটা এখানে এসে থেমে যায়, দম নেয়। কেননা গল্পের পরের অংশ যেদিকে গিয়েছে সেটাকে রোমান্টিক থ্রিলার না বলে উপায় কী!
মাহতাব হোসেন বলেন, শোবিজ জগতটিই ঝলমলে রঙিন। এর পেছনে ঘটে যায় কিছু কুৎসিত কাজ, যার ভুক্তভোগী হয় অনেক নারী। আবার এই শোবিজ যেমন আলোকময়, ঠিক তেমনি করে তোলে সেই নারীকে। এমনই একজন ভুক্তভোগী নারীর জীবনের ঘটনা ‘দিলরুবা’।
প্রসঙ্গত- শর্মীলা, রৌদ্র বসন্ত, বেজক্যাম্প হোটেলের মধ্যরাত, নগরে সমুদ্র উপন্যাসগুলো লিখে পরিচিতি পান এই লেখক।
ঢাকা/নাজমুল