ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৫ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৫৯, ৫ আগস্ট ২০২২
মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: আরও একজনের মৃত্যু

তাসফির হাসান

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যুবকের নাম মোহাম্মদ তাসফির হাসান (১৮)। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। এর আগে, গত শুক্রবার (২৯ জুলাই) মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জন মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চমেক সূত্র জানায়, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এদের মধ্যে সকালে তাসফির হাসানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায়।

আরও পড়ুন: খৈয়াছড়া ঝরনা দেখে ফেরা হলো না তাদের

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়