লক্ষ্মীপুরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ভাঙারির দোকানে বিক্রি
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে ক্ষেতে মাটি কাটার সময় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া গেছে। এটি পরে ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
সদর উপজেলার বড় বল্লভপুর গ্রামে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ইটভাটার জন্য একটি ক্ষেতে মাটি কাটার সময় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। এটি ব্রিটিশ আমলের মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় মা ব্রিকসের কর্মকর্তা মুরাদ হোসেন উদ্ধার হওয়া পাখাটি ১ হাজার ৬০০ টাকায় ভাঙারি দোকানে বিক্রি করেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিক্রির বিষয়টি মুরাদ নিজেই নিশ্চিত করেছেন।
অন্যদিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষী বলে মনে করছেন সচেতন মহল। বিষয়টি জানতে পেরে সাংবাদিকরা ঘটনাস্থলে যান। বিক্রির কারণ জানতে চাইলে মুরাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে অশোভনীয় আচরণ করেন বলে জানিয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আফজাল হোসেন জানান উদ্ধার হওয়া পাখাটি তারা দেখেছেন। ইটভাটার লোকজন পাখাটি নিয়ে গেছে।
এদিকে মা ব্রিকসের স্বত্ত্বাধিকারী খোরশেদ আলম সুমন বলেন, আমি ঢাকায় আছি। পাখাটি আমাদের হেফাজতেই আছে। এটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেব।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ঘটনাটি আমি জেনেছি। থানার ওসিকে উদ্ধারের জন্য বলা হবে। আশাকরি দ্রুত সময়ের মধ্যেই এটি উদ্ধার করা যাবে।
লিটন/তারা