ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা সরব

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০১:১৪, ২ সেপ্টেম্বর ২০২০
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা সরব

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় আগাম মাঠে সরব মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা। নীরবে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভার মধ্যে ৫টিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে হিসেবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। তাছাড়া বিভিন্ন মিডিয়ায় খবর প্রচার হয়েছে ডিসেম্বরে নির্বাচন হবে। এ খবর শুনেই প্রার্থী হতে ইচ্ছুকরা এখনই মাঠে নেমে পড়েছেন।

এমনকি মনোনয়ন প্রত্যাশীরা প্রচারণায় নেমে করোনাভাইরাসকেও অনেকেই ভুলে গেছেন। শাযেস্তাগঞ্জের স্থানীয় বাসিন্দারাই একথা জানিয়েছেন।

এ পৌরসভায় নৌকার মাঝি হতে এ মুহূর্তে জোর প্রচারণায় যারা রয়েছেন, তারা হচ্ছেন- বর্তমান মেয়র ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার।

এ ছাড়াও কৌশলে নৌকার মাঝি হতে কাজ করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতা আবুল কাশেম শিবলু।

পৌরসভার বিভিন্ন এলাকার লোকজন বলছেন, এখানে নৌকার মনোনয়ন পাওয়া মানেই পরবর্তী মেয়র হওয়া। তাই সমর্থন নিজের পক্ষে নিতে এরা মাঠ পর্যায়ে সরব হয়ে উঠেছেন। তাই গোপন প্রচারণায় মনোনয়ন প্রত্যাশীদের কাছে ভোটারদের কদর বেড়েছে। এ ফাঁকে সুবিধা খোঁজা ভোটাররা নিজ নিজ স্বার্থ হাসিল করছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও ৯নং নিজামপুর ইউনিয়ন এবং চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন এর অংশ বিশেষসহ মোট ১০.৪০ বর্গ কি.মি. এলাকা নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়