সিলেটে দু’দিন ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান ‘সংরক্ষিত’ ঘোষণা
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগামি শুক্র ও শনিবার (৩০ ও ৩১ ডিসেম্বর) সিলেটের ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সংরক্ষিত’ ঘোষণা করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের ২শ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহন ও ব্যবহার শান্তিশৃঙ্খলা—জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ ও ৩১ সিলেটে সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা ৪৮টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই এক ঘণ্টা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষা চালাকালীন এসব কেন্দ্রের ২ শ গজের মধ্যে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এরমধ্যে সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের সিলেটের পরীক্ষাকেন্দ্র হচ্ছে ৪৬টি।
অপরদিকে, আগামী ৩০ ডিসেম্বর ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সিলেটের ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটি হচ্ছে— ১. রেবতীরমন সরকারি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট ও ২. লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট।
এসএমপির আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
নূর আহমদ/টিপু