ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হরিণা ফেরিঘাটে ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২৯ ডিসেম্বর ২০২২  
হরিণা ফেরিঘাটে ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

চাঁদপুর-শরিয়তপুর নৌরুটের হরিণা ফেরিঘাটে ঘনকুয়াশায় ভোর থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন ফেরিতে চলাচলকারী পরিবহন শ্রমিকসহ সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘাটে এসে দেখা যায় ৬টি কেটাইপ ফেরি ও ১টি রো রো ফেরির মধ্যে ৩টি কে-টাইপ ফেরিই বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানায়, মোংলা স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর, বেনাপোল, বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার পরিবহন চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিনাঘাট দিয়ে মেঘনা নদী পারাপার হয়ে থাকে। কিন্তু ঘনকুয়াশার কারণে এখানে ফেরির শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে করে গাড়ি পারাপার করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি হরিণাঘাটের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আলম চৌধুরী বলেন, ভোর ৬ টা থেকে ঘনকুয়াশায় ফেরি চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকলেও এখন অনেকটাই স্বাভাবিক। তবে চাহিদা অনুযায়ী গাড়ি ফেরিতে না ওঠা পর্যন্ত ফেরি ছাড়া হচ্ছে না। আমাদের এখানে ১টি রো রো ফেরিসহ নিয়মিত ৭টি ফেরি চলাচল করছে। তবে কে-টাইপ ফেরিগুলোর ৬টির মধ্যে ৩টি করে রোস্টারিং সিস্টেমে পারাপার করছে।

তিনি বলেন, বর্তমানে দিনে ১শ গাড়িও ফেরিতে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ৭টি ফেরিতে দিনে ১ হাজার গাড়ি পারাপারের সক্ষমতা রয়েছে। বলা যায়, সারাদিনই গাড়ির জন্য ফেরি অপেক্ষমান রাখতে হয়। তবে ঘনকুয়াশা হলে আমাদেরকে সতর্ক থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।

জয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়