ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি বন্দরে কয়লা আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ৩০ ডিসেম্বর ২০২২  
হিলি বন্দরে কয়লা আমদানি শুরু

একবছর বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ফুলবাড়ীর মেসার্স গুপ্তা এন্টারপ্রাইজ নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫টি ভারতীয় ট্রাকে ১২৭ মেট্রিক টন কয়লা আমদানি করে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভারতীয় ট্রাকে কয়লাগুলো এই বন্দরে আমদানি হয়েছে। 

আরো পড়ুন:

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ। 

হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স টপ লাইন এন্টারপ্রাইজের প্রতিনিধি আব্দুস সোবহান বলেন, গতকাল বিকেলে আমাদের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে দিনাজপুরের ফুলবাড়ীর মেসার্স গুপ্তা এন্টারপ্রাইজ ১২৭ মেট্রিক টন কয়লা আমদানি করে। কয়লাগুলো ভারতের রানীগঞ্জ থেকে আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, কয়লার শুল্ক, গাড়ি ভাড়া, লেবার খরচ করার পর বলা যাবে কতো টাকা টন দরে এই কয়লা বিক্রি হবে।

সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, ভারতীয় ট্রাক থেকে কয়লা খালাস করা হয়েছে। কাস্টমস ও পানামা পোর্টের কার্যক্রম শেষে কয়লাগুলো ছাড়করণ করাও হয়েছে।

মোসলেম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়