ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএটি’র নতুন নাটক ‘এ টেম্পেস্ট’

ফাহিম ফয়সাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিএটি’র নতুন নাটক ‘এ টেম্পেস্ট’

নাট্যদল সিএটি’র লোগো

ফাহিম ফয়সাল: নতুন নাটক মঞ্চে নিয়ে আসছেন সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি)। নাম ‘এ টেম্পেস্ট’। এটি মার্টিনিকান তাত্ত্বিক, কবি, নাট্যকার এবং নেগ্রিটুড আন্দোলনের অন্যতম পথিকৃৎ এমে সেজায়ার-এর নাটক। এই নাটকটি উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ অবলম্বনে রচিত।

সেন্টার ফর এশিয়ান থিয়েটার এর সেক্রেটারি জেনারেল রোকেয়া রফিকিএ নাটক বলেন, ‘মুক্তির আকাঙ্খা চিরন্তন। আর সেই মুক্তির আকাঙ্খাকে উচ্চে তুলে ধরার মাধ্যমে এক মহাকাব্যিক অভিব্যক্তি রচনা করে এই নাটকটি। বিশ্বজুড়ে চলা আগ্রাসন ও জাতিবিদ্বেষকেও প্রশ্নবিদ্ধ করে এই নাটকটি।’

তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর স্বরূপ উন্মোচিত হয় একটু একটু করে। ভেঙে পড়ে উপনিবেশ। শেষ হয় ঔপনিবেশিকতা। কিন্তু ঔপনিবেশিক শক্তি বেঁচে থাকে, আরেকটি রূপে আরেকটি মাধ্যমে। উত্থান ঘটে নব্য উপনিবেশবাদ-এর। যারা উপনিবেশ স্থাপন করে তারা বাস করতে পারেনা অন্য কোথাও। তারা আসলে উপনিবেশের পুরনো নেশায় আসক্ত।’

এই নাটকটির বাংলা ভাষায় রচনা করেছেন রায়হান আখতার এবং পরিকল্পনা ও নির্দেশনায় আছেন আন্তর্জাতিক নাট্যনির্দেশক কামালউদ্দিন নীলু। সিএটি এই নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে এ বছরের নভেম্বরে।

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৬/ফাহিম/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়