ভালোবাসা দিবসে থাকছেন হ্যাপি
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
হ্যাপি
বিনোদন প্রতিবেদক : ভালবাসা দিবসে সময়ের আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি অভিনীত সিনেমা রিয়েল ম্যান এর অডিও অ্যালবাম বাজারে আসছে। অ্যালবামটি প্রকাশিত হবে ঈগল মিউজিকের ব্যানারে। এটি হ্যাপি অভিনীত দ্বিতীয় সিনেমা।
এ অ্যালবামে গান থাকছে মোট ৫টি। গানগুলোতে কন্ঠ দিয়েছেন কনা, বেলাল খান, কিশোর, ঝিলিক, মুন, আহমেদ হুমায়ুন, পুলক ও সিথী। কথা ও সুর দিয়েছেন মাহমুদ।
এ প্রসঙ্গে হ্যাপি রাইজিংবিডিকে বলেন, ‘এ চলচ্চিত্রের গানগুলো আমার কাছে ভালো লেগেছে। দর্শক গানগুলো ভালোবাসা দিবসে পাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
অরিত এন্টারটেইনমেন্ট এর ব্যনারে নির্মিত রিয়েল ম্যান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদরুল আমিন। এতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন কংকন। এ ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, আলিরাজ, রেহানা জলি সহ অনেকে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালবাসা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নাজনীন আক্তার হ্যাপির। এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও দেখা গেছে তাকে।
রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৫/রাহাত/ফিরোজ
রাইজিংবিডি.কম