ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেডিক‌্যাল টেকনোলজিস্টদের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১৯ নভেম্বর ২০২০   আপডেট: ২৩:৪৬, ১৯ নভেম্বর ২০২০
মেডিক‌্যাল টেকনোলজিস্টদের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কোভিড-১৯ মোকাবেলায় এবং রোগ নির্ণয়ে মেডিক‌্যাল টেকনোলজিস্টদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার তোপখানা রোডে বিএমএ ভবনের শহীদ ডা. মিলন সভা কক্ষে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনার সঞ্চালনা করেন, বঙ্গবন্ধু মেডিক‌্যাল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

বিএমটিপি’র সভাপতি মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘করোনা মহামারি এসে আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। রোগ নির্ণয়ের কাজটি মেডিক‌্যাল টেকনোলজিস্টরাই করে থাকেন। কিন্তু তারা অনেক দিক থেকে বঞ্চিত।’ 

বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি জনাব ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, ‘করোনা মহামারিতে মেডিক‌্যাল টেকনোলজিস্টদের বিশাল ভূমিকা। যদিও সমন্বয়হীনতার কারণে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের সবার কাজের সমন্বয় থাকতে হবে।’ 

বঙ্গবন্ধু মেডিক‌্যাল টেকনোলজিস্ট পরিষদের (বিএমটিপি) সভাপতি মো. গোলাম সারোয়ারের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

নাসিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়