ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সমন্বিত ৮ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ সংখ্যা ৯৭৪

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:৩১, ২১ ডিসেম্বর ২০২৩
সমন্বিত ৮ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ সংখ্যা ৯৭৪

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক/আর্থিকপ্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি., বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে মোট ৯৭৪ জনকে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)- (২০২২ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ৯৭৪ (সোনালী ব্যাংকে ৪১৪ জন, জনতা ব্যাংকে ১০০, অগ্রণী ব্যাংকে ২৫০, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৮, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৬০, কর্মসংস্থান ব্যাংকে ১২, প্রবাসীকল্যাণ ব্যাংকে ২০ ও   বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০ জন)।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা: ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি, ২০২৪। আবেদনের শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়