ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকরি দিচ্ছে ব্যুরো বাংলাদেশ, লাগবে না অভিজ্ঞতা

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৫ মার্চ ২০২৪   আপডেট: ১৫:২৬, ৫ মার্চ ২০২৪
চাকরি দিচ্ছে ব্যুরো বাংলাদেশ, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য লোকবল নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীদের সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের যেকোনো অঞ্চলে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

পদের নাম: কর্মসূচি সংগঠক।

আরো পড়ুন:

পদ সংখ্যা: নির্দিষ্ট না। বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে, তবে একটি তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ৪.০০ এর স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ এর স্কেলে কমপক্ষে ২.৫০ সিজিপিএ থাকতে হবে। যে কোনো একটিতে গ্রেড ১.০০ গ্রহণযোগ্য।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

বেতন: শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৩১,০৫০ টাকা (অন্যান্য ভাতাসহ)। অস্থায়ী নিয়োগের তারিখ থেকে ৩ মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। ৩ মাসের মধ্যে কাজ শেখায় ঘাটতি থাকলে পরবর্তীতে আরও ৩ মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরির অবসান হবে।

স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দূরত্বভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চভাতাসহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর বয়স।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন ও আরো তথ্য জানতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ২১ মার্চ, ২০২৪। 

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়