ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৫ মার্চ ২০২৪   আপডেট: ১৫:২৪, ২৫ মার্চ ২০২৪
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ এবং ‘এক্সিকিউটিভ অফিসার’ পদে লোকবল নেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার

আরো পড়ুন:

পদ সংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/মাস্টার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিকস, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিকস, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, ল’ বিষয়ে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর স্কেলে কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ–৪-এর স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বয়স: ২০ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: দুই পদেই নির্বাচিত প্রার্থীদের এক বছর প্রবেশনকাল হিসেবে কাজ করতে হবে। প্রবেশনকাল শেষে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি স্থায়ী হলে নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন।

কর্মস্থল: দেশের যেকোনো স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের https://career.al-arafahbank.com মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল, ২০২৪।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়