ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২৬ মার্চ ২০২৪   আপডেট: ১৪:৪৯, ২৬ মার্চ ২০২৪
ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন ভুটানের রাজা

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশে সফররত ভুটানের রাজাকে বার্ন ইনস্টিটিউট ঘুরে দেখান স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

বার্ন ইনস্টিটিউটে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখেও স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা।

পরিদর্শন শেষে গণমাধ্যমকে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে তার সন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আবার বাংলাদেশে এলে এখানে আসবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ে ট্রেনিং দেবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশটিতে একটি বার্ন ইনস্টিটিউট তৈরিতেও সহায়তা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ।
 

/মেয়া/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়