ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

প্রাইম ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৮ মার্চ ২০২৪  
প্রাইম ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাইম ইউনিভার্সিটিতে ‘‘Climate Change Impacts and Cascading Effects on Emergency Response’ বিষয়ে ২৮ মার্চ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রাইম ইউনিভার্সিটি ও কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিস (সিডিপি) যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। 

প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জি. মো. তৌহিদুর রহমান, সিআইপি কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মো. মিজানুর রহমান। 

মো. মিজানুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগপূর্ব এবং পরবর্তী প্রস্তুতিতে সরকার সর্বদা সক্রিয়। ফলশ্রুতিতে বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম ব্যবস্থাপনা সঠিকভাবে গ্রহণ করায় মানুষের মৃত্যু হার ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।  

প্রাইম ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করে। এ কর্মশালা জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন দুর্যোগ মানবজীবনে কী পরিমাণ প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম হবে। 

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়