ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৭ এপ্রিল ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৬ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২২.৯৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৪৯৭.৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬১১.৭০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে—কোহিনূর কেমিক্যালের ২১.৮০ শতাংশ, ফার্মা এইডের ১৭.৯৫ শতাংশ, ই-জেনারেশনের ১৭.৪৬ শতাংশ, আইটি কনসালট্যান্টের ১১.৬৭ শতাংশ, আরডি ফুডের ১০.৬৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.৫১ শতাংশ, শাশা ডেনিমসের ৯.৯৫ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫৭ শতাংশ এবং বিডি থাই ফুডের ৮.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়