ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৫ ডিসেম্বর ২০২৫  
ডিএসইতে রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি প্ল্যাটফর্ম) সোমবার (১৫ ডিসেম্বর) রেনাটা পিএলসির প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দিগন্ত উন্মোচন করে ডিএসইতে প্রথমবারের মতো প্রেফারেন্স শেয়ারের সেকেন্ডারি বাজারে লেনদেন শুরু হয়েছে, যা মূল ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত নয়, এমন সিকিউরিটিজগুলোর লেনদেনের সুবিধার্থে তৈরি করা হয়েছে। দেশের বিনিয়োগের উপকরণে বৈচিত্র্য আনতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কোম্পানিটির প্রেফারেন্স শেয়ারটির ট্রেডিং কোড ‘RENATAPS’ এবং ডিএসই কোম্পানি কোড নং-৪৭০০১। এটির ইস্যু প্রাইসের ওপর সার্কিট ব্রেকার ৫ শতাংশ।

৬ বছর মেয়াদি শেয়ারটির ইস্যু দর ১ হাজার ৯০০ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। শেয়ারটিতে বিনিয়োগের পরিমাণের ওপর লভ্যাংশের হার ১৫ শতাংশ।

রেনেটার প্রেফারেন্স শেয়ারের বৈশিষ্ট হলো— নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ ও ফুল্লি কনভার্টেবল। শেয়ারগুলো ইক্যুইটিতে রূপান্তরের প্রক্রিয়া তৃতীয় বছর থেকে শুরু হবে এবং পরবর্তী চার বছরে বার্ষিক ২৫ শতাংশ করে রূপান্তরিত হবে।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ২০২৩ সালের ৪ জানুয়ারি চালু করা হয়েছিল। এটি প্রচলিত ইক্যুইটি বাজারের বাইরে বিস্তৃত আর্থিক উপকরণ লেনদেনের জন্য একটি স্বয়ংক্রিয়, দক্ষ এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম সরবরাহ করে। এটিবি ইক্যুইটি সিকিউরিটিজ, ডেট ইনস্ট্রুমেন্টস, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল তালিকাভুক্ত ও লেনদেনের সুযোগ দেয়, যা ইস্যুকারী এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই অধিক নমনীয়তা নিয়ে আসে। সেকেন্ডারি বাজারে প্রেফারেন্স শেয়ারের অন্তর্ভুক্তি এই প্ল্যাটফর্মের পরিধি আরো বাড়ালো এবং বাজারকে আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়