ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

টেকনাফে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৪০, ২৪ এপ্রিল ২০২৪
টেকনাফে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ

৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ।

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি তলোয়ার মাছ ধরা পড়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে টেকনাফের শামলাপুর পুরানপাড়া ঘাটে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে আবু তৈয়ুবের জালে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা।

মাছ ক্রেতা ধলা মিয়া বলেন, সকালে স্থানীয় জেলে আবু তৈয়ুবের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

তারেকুর/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ