সিলেট সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকারীদের একাংশ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) ভোর ৫টার দিকে উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে তাদের পাঠানো হয়। প্রবেশকারীদের আটক করেছে বিজিবি।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, মিনাটিলা বিওপির টহল দলের সদস্যরা বাংলাদেশে প্রবেশকারীদের আটক করে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গমন করেন বলে জানায়। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও সাতজন শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা/নূর/মাসুদ