ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৬ ডিসেম্বর ২০২৫  
শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ‘সীমান্ত গৌরব’ প্রাঙ্গণে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

আরো পড়ুন:

এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল বীর শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ দেশের সব রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন বিজিবি মহাপরিচালক।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়