যাত্রাবাড়ীতে বিস্ফোরণ: মা-বাবার পর মারা গেল শিশু রাফিয়াও
মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার যাত্রাবাড়ীতে কয়েল ধরানোর সময় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ মা-বাবার পর শিশু রাফিয়াও মারা গেল।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মাত্র সাড়ে তিন বছর বয়সী শিশু রাফিয়া।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া, তার বাবা রিপনের শরীরের প্রায় ৭০ শতাংশ, মা ইতির ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে গত ৯ জুলাই রাতে শহীদ ফারুক সড়ক সংলগ্ন খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার গলির একটি ছয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে কয়েল ধরাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে। এরপর ধোঁয়া দেখে এলাকাবাসী দ্রুত দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা/বুলবুল/ইভা