ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইটেম গান করলেও সেটা উপভোগ করেছি: চিত্রাঙ্গদা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৮:২২, ২০ ডিসেম্বর ২০২৫
আইটেম গান করলেও সেটা উপভোগ করেছি: চিত্রাঙ্গদা

দুই দশক আগে রুপালি জগতে পা রাখেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ভাবগম্ভীর চরিত্রেই তাকে বেশি দেখা যেত। সম্প্রতি হালকা মেজাজের বাণিজ্যিক ঘরানার সিনেমায়ও ধরা দিচ্ছেন এই অভিনেত্রী। গত ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউজফুলের পঞ্চম কিস্তি। তাতে ‘মায়া’ চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন চিত্রাঙ্গদা। 

অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ফাইভ’ সিনেমায় আরো অভিনয় করেন—জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সৌন্দর্য শর্মা। কিন্তু নারী চরিত্রগুলোকে অনুপযুক্তভাবে উপস্থাপনার অভিযোগে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল। জুম-কে দেওয়া সাক্ষাৎকারে সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন চিত্রাঙ্গদা সিং।

আরো পড়ুন:

এ অভিনেত্রী বলেন, “আপনি নতুন কিছু করলে সৃজনশীলভাবে তৃপ্তি অনুভব করবেন। না হলে গৎবাঁধা চরিত্র নিয়ে সমালোচনা করার জন্য দশর্করা প্রস্তুত রয়েছেন। চরিত্রটি নিয়ে বিচার করা তাদের জন্য সহজ। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রিত মনে করি না। আমি যদি কোনো আইটেম গানও করি, তবে সেটা উপভোগ করেছি। আমি এটা করতে ভালোবাসি। কারণ আমি কখনো ওই জায়গায় নিজেকে ছোট মনে করিনি।”

ঘটনার বর্ণনা করে চিত্রাঙ্গদা সিং বলেন, “ফারাহ বলেছিলেন, ‘তুমি এই সাহসী গানটা করতে পারো’। তখন আমার মনে হয়েছিল—এটা সেই পরিচিত ইমেজ নয়, যার জন্য আমি পরিচিত। একজন অভিনেত্রী হিসেবে চরিত্রটিতে রূপান্তরিত হতে হয়—এটাই কাজ। অবশ্যই সেখানে, সঠিক মানুষ থাকা খুব জরুরি। সেটা স্বাধীন সিনেমা হোক বা বাণিজ্যিক—সঠিক মানুষের সঙ্গে কাজ করলে তা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করবেই।”

চিত্রাঙ্গদা বেশ কিছু আইটেম গানে পারফর্ম করেছেন। অক্ষয় কুমার অভিনীত ‘গব্বর ইজ ব্যাক’ সিনেমার ‘আও রাজা’, ‘জোকার’ সিনেমার ‘কাফিরানা’–এর মতো আইটেম নাম্বারে পারফর্ম করেন চিত্রাঙ্গদা। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমি কখনো এমন কোনো কৌশল অবলম্বন করিনি যে, শুধু আইটেম নাম্বারই করব। ব্যাপারটা নিজে থেকেই আমার কাছে এসেছে। এটাকে আমার কাজেরই অংশ হিসেবে নিয়েছি।”

চিত্রাঙ্গদা সিংয়ের হাতে কয়েকটি প্রজেক্টের কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম—‘দ্য ব্যাটল অব গালওয়ান’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়