ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৩০, ২২ ডিসেম্বর ২০২৫
টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী আবির (১৬), লিখন (১৬) ও স্থানীয় কলেজ শিক্ষার্থী সা‌ব্বির আহমেদ (১৯)।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় আবির ও লিখন মোটরসাইকেলযো‌গে বেড়াতে বের হয়। উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর এক‌টি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় দুই মোটরসাইকেলের তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চি‌কিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায়।

সখীপুর থানার ওসি হেলাল উদ্দীন মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়