ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫ লাখ মাস্ক ও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে সিঙ্গাপুর

সিঙ্গাপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৩ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৫৭, ৩ আগস্ট ২০২১
১৫ লাখ মাস্ক ও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে সিঙ্গাপুর

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে প্রথম ধাপে ৫০টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিকাল মাস্ক দিয়ে পাশে দাঁড়িয়েছে সিঙ্গাপুর।

বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর এই ব্যাপারে বিগত কয়েক মাস যাবৎ সিঙ্গাপুর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তা এবং অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে। কয়েক দফা আলোচনার পর সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি বাংলাদেশকে অক্সিজেন কনসেনট্রেটরসহ জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে।

গতকাল সোমবার (২ আগস্ট) বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরে একটি প্রতীকী আয়োজনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভার্চুয়াল উপস্থিতিতে প্রথম ধাপের চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসব চিকিৎসা সামগ্রী শিগগিরই ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে।

রাশিদুল ইসলাম জুয়েল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়