ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রমিকদের টিকায় অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ০৯:৫৮, ১৯ আগস্ট ২০২১
শ্রমিকদের টিকায় অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে মন্ত্রী

বাংলাদেশের শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।  বলেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি।  

স্থানীয় সময় বুধবার (১৮ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাইকের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী ম্যাজিক লাস ভেগাস ২০২১ ট্রেড শোতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।  তিনি ম্যাকলার্টি অ্যাসোসিয়েটস আয়োজিত একটি ট্রেড গোলটেবিল-এ অংশগ্রহণের জন্য ওয়াশিংটন ডিসিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, সরকার এবং কারখানার মালিকরা প্রতিদিন পোশাক শ্রমিকদের টিকা দেওয়ার জন্য হাত মিলিয়ে কাজ করছেন। সরকার আশা করছে যে দেড় মাসের মধ্যে তৈরি পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে টিকা দেওয়া হবে। তিনি কোভিড-১৯ মহামারির পটভূমিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা এবং কারখানার প্রস্তুতি তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে।
 
ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতির সাথে সাথে ওয়ালমার্ট এখন বিদেশ থেকে আরও অনুসন্ধান এবং উৎসের জন্য প্রস্তুত। তৈরি পোশাক পণ্য ছাড়াও মন্ত্রী ওয়ালমার্টকে বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং সাইকেল সহ প্লাস্টিক পণ্য কিনতে উৎসাহিত করেন।

মধ্যাহ্নভোজের গোলটেবিল উপলক্ষে, বাংলাদেশ চিংড়ি ও মাছ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক মার্কিন বাজারে চিংড়ি রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।  

বৈঠকে চিংড়ির দীর্ঘমেয়াদী চাহিদা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাংলাদেশ চিংড়ি ও মাছ ফাউন্ডেশন এবং বাংলাদেশ দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী চিংড়ির বাজার ধরে রাখতে একসঙ্গে কাজ করবে।

অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, ম্যাকলার্টি অ্যাসোসিয়েটসের সিনিয়র উপদেষ্টা অ্যাম্বাসেডর টেরেসিতা শ্যাফার, ওয়ালমার্টের সিনিয়র পরিচালক মিসেস সারাহ থর্ন এবং ওয়াশিংটন ডিসিতে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বাণিজ্যমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ছাবেদ সাথী/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়