ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

দুবাইয়ে ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:১৮, ১৮ নভেম্বর ২০২৩
দুবাইয়ে ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ

দুবাইয়ের গ্রাহকদের নিয়ে সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক। 

সম্প্রতি দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাহ উদ্দীন।

মিফতাহ উদ্দীন বলেন, বর্তমানে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা রেমিট্যান্স সেবা গ্রহণের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উত্তোলন করতে আসা স্বজনদের জন্য প্রতিটি শাখায় একটি রেমিট্যান্স লাউঞ্জ করা হবে। আগামী তিন মাসের মধ্যে এটি বাস্তবায়ন হবে।

এসময় প্রবাসীরা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখছে। আগামীতে ব্যাংকগুলোকে সেই তুলনায় সেবার মান বাড়াতে হবে। যাতে করে প্রবাসীরা অবৈধপন্থা পরিহার করে ব্যাংকিং চ্যানেলে লেনদেনে উৎসাহিত হন।

গ্রাহক ও সুধী সমাবেশে অন্যান্যের মাঝে আবদুস সবুর, রাজা মল্লিক, কাজী মোহাম্মদ আলী, নেসার রেজা খান, সাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়