ঢাকা     শনিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

মালয়েশিয়ায় বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৭ এপ্রিল ২০২৪  
মালয়েশিয়ায় বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

শনিবার (৬ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসকে সেন্টু ও সহ সভাপতি খাইরুল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানি এসকে সেন্টু বলেন, বিক্রমপুর-মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন শুধু মুন্সীগঞ্জের নয় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশের সব প্রবাসীদের প্রয়োজনে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। প্রবাসীদের কল্যাণেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের মো. মোস্তাফিজ, আমিনুল ইসলাম, ড. মিজান, মো. আলম, ইকবাল, রিশাদ বিন আবদুল্লাহ (হৃদয়), মো. রুবেল, মো. কামাল, জুলহাস, মো. সবুজ। বি-বাড়িয়া জেলা সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মশিউর রহমান লিংকন, চাঁদপুর জেলা সমিতির মোশাররফ, নরসিংদীর মো. ইসমাঈলসহ অনেকে।

/হাসান/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়