ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরাতে ৫০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৪  
আমিরাতে ৫০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি বিগ টিকিট লটারিতে প্রথম পুরস্কার এক কোটি ৫০ লাখ দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৯ কোটি ৫০ লাখ টাকা।  

স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারিতে জয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ সময় লটারিতে বাংলাদেশি প্রবাসী নুর মিয়া ফারুকের (৩৫) নাম ওঠে। নুর মিয়া আমিরাতের আল-আইন শহরের বাসিন্দা। তিনি পেশায় রঙ মিস্ত্রির ঠিকাদার। তার কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। 

পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নুর মিয়াকে ফোন দেন উপস্থাপক রিচার্ড এবং বুচরা। খুশির খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন নুর মিয়া। তিনি ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।  

উপসাগরীয় তেলসমৃদ্ধ ধনী এ দেশে এর আগে, গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামে এক  ভারতীয় প্রবাসী। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এবারের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেয়া হয় তাকে। তার হাতেই ওঠে নুর মিয়ার টিকিটের নম্বর।

হাসান/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়