ইমরান-বুশরাকে তোশাখানা মামলায় ১৭ বছরের কারাদণ্ড
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। খবর এনডিটিভির।
রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। ইমরান খান এই কারাগারেই বন্দি আছেন।
আদালত পাকিস্তান দণ্ডবিধির ৩৪ ও ৪০৯ ধারার অধীনে ইমরান খানের জন্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। একই ধারায় বুশরাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করেছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে বলা হয়েছে, সাজা প্রদানের সময় ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী হওয়াকে বিবেচনা করে শাস্তি কমানো হয়েছে।
ইমরান খান ও বুশরার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। মামলাটি গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) দায়ের করেছিল।
ঢাকা/ফিরোজ