ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

রমজান উপলক্ষে আমিরাতে সহস্রাধিক বন্দির সাজা মওকুফ

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
রমজান উপলক্ষে আমিরাতে সহস্রাধিক বন্দির সাজা মওকুফ

ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (ফাইল ফটো)

পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন কারাবন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেইসঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যেকোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান, যারা মুক্তি পাবেন, তারা যেন নতুন জীবন শুরু করতে পারেন। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে। 

আমিরাতের শেখরা প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় ছুটির দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন। গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তারই ধারাবাহিকতায় এবার বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ১ হাজার ২৯৫ জন কারাবন্দির সাজা মওকুফ করা হচ্ছে।

আগামীকাল ১ মার্চ (শনিবার) আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, আজ (২৮ ফেব্রুয়ারি) আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায়, সন্ধ্যা থেকেই রমজান মাস শুরু হবে। আজ চাঁদ দেখা না গেলে ২ মার্চ শুরু হবে পবিত্র মাস। 

ঢাকা/হাসান/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়