ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালদ্বীপে জোরালো অভিযান

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৯ মে ২০২৫   আপডেট: ১১:৪৭, ১৯ মে ২০২৫
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালদ্বীপে জোরালো অভিযান

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের অভিযান জোরদার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত ১৫০৭টিরও বেশি অভিবাসন মামলা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে ৯৭৬টি মামলায় ইমিগ্রেশন বিভাগ সরাসরি জড়িত, যা অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে চলমান কার্যক্রমের পরিধি তুলে ধরে।

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ আরো জানিয়েছে, এখনো ২৪৪টি মামলা যাচাই করা হয়নি এবং ১১৬টি মামলা তদন্তাধীন রয়েছে।

এছাড়াও, ইমিগ্রেশন সংস্থার বাইরে থেকে ১৭১টি মামলা দায়ের হয়েছে, যা এই সমস্যার বহুমাত্রিকতাকে স্পষ্ট করে।

সরকার শুধুমাত্র অবৈধ অভিবাসীদের ধরপাকড় নয়, বরং শহর, আবাসিক এলাকা, শিল্প গ্রাম ও কৃষি গ্রামে অবস্থানরত বিদেশিদের তথ্য সংগ্রহ করতে মাঠপর্যায়ে অভিযান চালাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য প্রস্তুতকারী সাইটগুলোতে নিরাপত্তা যাচাইয়ের জন্য আলাদা অপারেশনও চালু করা হয়েছে।

মালদ্বীপের বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে, মালদ্বীপে সব বিদেশি নাগরিকের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ। আগামী তিন বছরের মধ্যে অভিবাসন সমস্যার পূর্ণ সমাধান।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানকে দেশটির নিরাপত্তা ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা/হাসান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়