মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জ-এর জন্য আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপহারের এই আম হস্তান্তর করা হয়।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের হাতে আম তুলে দেন।
এই উপহার দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাদুরা সাইদ বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই উপহার আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সংস্কৃতির মিলনকে আরো দৃঢ় করবে।”
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক বন্ধুত্বের যে সম্পর্ক বিদ্যমান, এই উপহার সেই সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মত সংশ্লিষ্টদের।
ঢাকা/ইভা