ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

আশুলিয়ায় নিহত কমার্স ব্যাংকের ম্যানেজারকে দাফন

শোয়েব হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় নিহত কমার্স ব্যাংকের ম্যানেজারকে দাফন

জামালপুরে নিহত ব্যাংকার ওয়ালি উল্লাহর লাশ দেখতে এলাকাবাসীর ভিড় (ছবি : শোয়েব)

জামালপুর প্রতিনিধি : আশুলিয়ার কাঠগড়ায় ডাকাতের গুলিতে নিহত কমার্স ব্যাংকের ম্যানেজার ওয়ালি উল্লাহর লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ওয়ালি উল্লাহর লাশ জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়। ওয়ালি উল্লাহর লাশ দেখে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা একনজর ওয়ালি উল্লাহকে দেখতে ছুটে আসে। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন ওয়ালি উল্লাহ।

 

সন্ধ্যা সাড়ে ৭টায়  গ্রামের মসজিদে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতির সময় ডাকাতের গুলি, বোমা ও ধারাল অস্ত্রের কোপে প্রাণ হারান ওই ব্যাংকের ম্যানেজার ওয়ালিউল্লাহসহ আট জন। এর মধ্যে গণপিটুনিতে নিহত এক ডাকাত সদস্যও ছিল।

 

 

 

 

রাইজিংবিডি/জামালপুর/২২ এপ্রিল ২০১৫/শোয়েব হোসেন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়