ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুবাইয়াৎ আহমেদ-এর তিন কবিতা

রুবাইয়াৎ আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৮ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুবাইয়াৎ আহমেদ-এর তিন কবিতা

আমসত্ত্ব

ঢাকা, ২৮ জানুয়ারি :

১.

আমতত্ত্ব

আম একটি সুমিষ্ট রসালো ফল
এই অভিজ্ঞতা যেদিন জাগ্রত হল
সেইদিন থেকে প্রতারণার পাঠও
যেনবা জানা হয়ে গেল সহজেই

পাকা আমের বহিরঙ্গ সুঢৌল হলেও
পোকার সম্ভাবনা দূর হয় না সহসা
কিংবা কুফরি কালামমোড়ানো ফলে
রক্তবমির গল্প শুনেছি অনেক

এইসব জেনেবুঝে কী করে বলি
রস সর্বদা নির্মল আনন্দের আধার
এই রসালো ফলের নাম জুটে গেলে
মানবের আগে, আর মানব থাকে না…


থামাও এই বিনাশ যজ্ঞ

কাকে আঘাত করছো তুমি
ঢালছো পেট্রল, দিচ্ছ আগুন
কাদের বহনকারী যানে

কোন মানুষের রেলগাড়ি
আটকাতে গিয়ে
তুলে নিচ্ছ লাইন-ফিসপ্লেট

তোমার ছুঁড়ে দেয়া বোমার স্প্লিন্টারে
কে হারাচ্ছে হাত-পা-চোখ
অথবা বাঁচার প্রেরণা

সম্পদের আশ্চর্য সুরক্ষার ভেতর
যারা হাসে যারা খেলে যায়
এসবকিছুই স্পর্শ করে না তাদের

তবে কাদের পাঠাচ্ছো মৃতের দেশে
যে কি না তোমার বন্ধু-স্বজন কিংবা
তোমারই গোত্রভুক্ত অসহায় কেউ

করোটির সূক্ষ্ণ অনুভূতিপ্রবণ অংশের
ছায়ায় বসে ভাবো শুধু একটিবার
এমন সর্বনাশা মাতম নেমে আসে
যদি তোমারই ওপর অথবা
তোমারই প্রিয়তম মানুষ কখনো
যদি হয়ে যায় নিশানা তখন
জানি না না ধ্বনি তুলে
মাথা নাড়ছো তুমিও

ভাই আমার, বন্ধু আমার
এ ভূমির আত্মজ আমার
প্রাণসংহারী শত্রু  আমার
দুঃস্বপ্নেও কখনো পাঠাবো না অভিশাপ
তোমার বিনাশে, মৃত্যু কামনায়
তুমি বেঁচে থাকো এই ভূমিতে-মানচিত্রে
তোমার করোটিতে হাজারো দেবদূতের
আশীর্বাদ বর্ষিত হোক

কিন্তু তোমার হাত রক্তে ভেজা
জানি, যখন রঞ্জিত সেই হাত
দাঁড়াবে তোমারই মুখোমুখি
তুমি অশ্রুসিক্ত হবে, হাহাকার করবে
অনুতাপ জাগবে গহীনে তোমার

নিজের কাছে নিজে মরে যাওয়ার আগে
দোহাই, বিনাশের এই যজ্ঞ থামাও…

৩.

আমার অন্তর্ধান

আমার অন্তর্ধানে
কিছুই হবে না ক্ষতি এই পৃথিবীর
একটি মুহূর্ত থাকবে না থেমে
বাতাসের প্রবাহ হবে না স্তব্ধ ক্ষণকাল
ক্যাফেতে মার্কেটে অথবা সিনেপ্লেক্সে থিয়েটারে
কমবে না মানুষের ভীড়

দু’বেলা উপোস যাবে শোকে
এমন কারো সন্ধানও নেই জানা

আমার অন্তর্ধানে
পুকুরে আগের মতোই সাঁতার কাটবে রাজহাঁস
বাছুরপ্রসবী গরুর ওলানে জমবে দুধ
মাতাগণ শিশুর হাত বেয়ে
চাঁদের দেশে পাড়ি জমাবে নিত্য
উৎসবের নামে নিহত হবে তবু হাজারো বোবা পশু
শিউলীগুলো অবিরাম নিঃস্বার্থ নিঃশব্দে ঝড়ে পড়বে
কৈশোর উত্তীর্ণ তরুণ-তরুণী মিলবে প্রণয়ে

আমার অন্তর্ধানে
আসলে কিছুই ঘটবে না
তবু যে নারীগণ একদিন আমায় ভালবেসেছিল
গোপনে একচিলতে দীর্ঘশ্বাস ফেলবে হয়তো
আর এরপর বুভুক্ষু ঘাসগুলো
আরো বাড়ন্ত হবার প্রহর গুণবে
শুধু দূরাগত জননী সাত আসমান ছিঁড়ে
অনন্তলোক থেকে করবে বিলাপ, আহাজারী

আমার অন্তর্ধানে
আসলে কিছুই ঘটবে না
কংস, মগড়া কিংবা ব্রহ্মপুত্র
অথবা পৃথিবীর তাবৎ জলাশয়ে
বাড়বে না একরত্তি জল

আমার অন্তর্ধান হবে এমনি ম্রিয়মান, পাণ্ডুর…

লেখক : ড. রুবাইয়াৎ আহমেদ (লেখক, নাট্যকার, মঞ্চকর্মি, চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক)

 

 

রাইজিংবিডি / রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়