ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

এ সপ্তাহের রাশিফল (১৫-২১ জুলাই)

প্রকাশিত: ১১:২৫, ১৫ জুলাই ২০২৩   আপডেট: ১১:২৯, ১৫ জুলাই ২০২৩
এ সপ্তাহের রাশিফল (১৫-২১ জুলাই)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সঠিক ডায়েট মেনে চলুন। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অফিসে ইতিবাচক মনোভাব পোষণ করুন। প্রেমে মানসিক অস্থিরতা বাড়বে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মানসিকভাবে সতেজ থাকবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভবনা আছে। স্বাধীনপেশায় জড়িতদের জন্য বেশ ভালো সময়। আর্থিক ব্যয় বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): সার্বিক দিক বিবেচনায় ভালো থাকবেন। কোনোরকম রাগ বা জেদ ক্ষতির কারণ হতে পারে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। মনোবল চাঙা থাকবে। রোমাঞ্চ শুভ। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মক্ষেত্র শুভ। নাম-যশ বৃদ্ধি পাবে। আয় ভালো হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): উদার মানসিকতার জন্য প্রশংসিত হবেন। গৃহ ও পরিবারকে প্রয়োজনীয় সময় দিন। অর্থ প্রাপ্তিযোগ শুভ। প্রেমে সফল হবেন। ব্যবসায়িক কার্যক্রম শুভ। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক যোগাযোগ শুভ। ব্যবসায়ীদের আয়ের নতুন অংশ তৈরি হবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। যানবাহন চলাচলে সতর্ক থাকুন। সতেজ ও প্রফুল্ল  থাকবেন। সৃজনশীল কাজে সন্তোষজনক সম্মান ও স্বীকৃতির পাওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক সফলতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মেধা ও মানসিক শক্তির জন্য সফলতা পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত পরিবর্তন আসতে পারে। লেখক, সাংবাদিক, চিকিৎসা পেশায় যুক্তদের জন্য শুভ সময়। সম্পর্কে ইতিবাচক থাকুন। কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। রোগ নির্ণয়ের জটিলতা বাড়তে পারে। প্রেমে সফলতা পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক সমস্যা সমাধানে সফলতা আসবে। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ। শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অকারণে অর্থ ব্যয় হতে পারে। মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। মনের কোনো আশা পূরণ হতে পারে। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আত্মীয়-স্বজন আপনাকে ভুল বুঝবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অতিরিক্ত মানসিক চাপের জন্য অমনোযোগিতা বাড়বে। স্পষ্ট কথা বলে অযথা শত্রু তৈরি করা থেকে বিরত থাকুন। সফলতা আসবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। স্পষ্ট কথা বলার জন্য অস্বস্তিতে পড়বেন। প্রেমে সফলতা পাবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। জনসংযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে। চাকরি ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করবেন না।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মানসিক অস্থিরতা বাড়তে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। আবেগ খুব বেশি থাকবে। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। আয় বুঝে ব্যয় করুন। প্রেমে তৃতীয় পক্ষ ঝামেলা করতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। নিজের সন্তানের প্রতি যত্নশীল হোন। যানবাহন চলাচলে সতর্ক হোন। স্পষ্ট কথা বলার জন্য মতানৈক্য হবে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হন। স্নায়ুবিক দুর্বলতায় ভুগতে পারেন। সঠিক পরিকল্পনা গ্রহণ করুন, না হলে সমস্যা তৈরি হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মানসিক উদ্যম বাড়বে। আত্মকেন্দ্রিক মানসিকতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। স্বাধীন পেশাজীবীদের সুনাম বাড়বে। অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। যাএা শুভ। মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়