ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নতুন সভাপতি-সম্পাদক পেল সিলেট মহানগর যুবলীগ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন সভাপতি-সম্পাদক পেল সিলেট মহানগর যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: প্রায় ১৪ বছর পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পেয়েছে সিলেট মহানগর যুবলীগ। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন কাউন্সিলররা। ফলে দীর্ঘদিন পর ক্ষমতাসীন দলের এ অঙ্গসংগঠনের নতুন নেতৃত্ব আসায় উচ্ছসিত কর্মী-সমর্থকরাও।

শনিবার রাতে ভোটগ্রহণ শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এতে সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক আলম খুন মুক্তি ৩৬৮ ভোট পেয়ে সভাপতি এবং যুগ্ম আহŸায়ক মুশফিক জায়গীরদার ৩৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর আগে বেলা তিনটার দিকে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। আলম খান মুক্তির সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে; তা মোকাবেলায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আগামী দিনের সাফল্য ধরে রাখতে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’

প্রথম পর্ব শেষে সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। সভাপতি পদে দু’জন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন পদপ্রত্যাশী থাকায় রাত আটটার দিকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওমর ফারুক চৌধুরী।

দলীয় সূত্র জানায়, ২০০৫ সালের ২২ জুন মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। এরপর একাধিক বার সম্মেলনের উদ্যোগ নিলেও তা নানা কারণে ভেস্তে যায়। তবে সবশেষ শনিবার সেই অপেক্ষার অবসান হলো।

রাইজিংবিডি/ সিলেট/ ২৮ জুলাই ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়