নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস খাদে
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার সকালে বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে রতুলী গেটঘর নামক স্থানে এ দুর্ঘনাটি ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, রাস্তার পশের একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। গাড়িটির হেলপার সামান্য আহত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এনা পরিবহনের চালকদের অদক্ষতা আর বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এ সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এনা পরিবহনের বাস দেখলে সবাই এখন ভয় পায়। এ এলাকায় এনা পরিবহন একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে।
মৌলভীবাজার/সাইফুল্লাহ হাসান/সনি
রাইজিংবিডি.কম